Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইংল্যান্ড সফরে না গেলে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হবে’

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বহনকারী বাসের ওপর সশস্ত্র হামলার ঘটনায় পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট থমকে গেছে। বাধ্য হয়ে আইসিসি’র এফটিপিতে থাকা পাকিস্তান তাদের হোম সিরিজ খেলছে সংযুক্ত আরব আমিরাতে। দেশের মাটিতে হোম সিরিজ খেলতে না পারা কতটা কষ্টের, ইংল্যান্ডের সঙ্গে ২-২ এ সিরিজ ড্র করে সে কষ্টের কথাই শুনিয়েছেন পাকিস্তান অধিনায়ক মিসবাউল হকÑ‘দেশের বাইরে পরিবার পরিজন,বন্ধু-বান্ধব ছাড়া প্রতিটি ম্যাচ খেলা কতোটা কঠিন, মানকিভাবে কতোটা শক্ত থাকতে হয়, তা বোঝানো যাবে না। বছরে একবার শুধু মা’কে দেখার সুযোগ পাই, বোনকেও একবারের বেশি দেখার সুযোগ পাই না। কোনো কোনো বন্ধু আছে, যাদেরকে তিন-চার বছর ধরে দেখতে পাচ্ছি না, কারণ আমরা সারা বছর দেশের বাইরে খেলছি।’
নিরাপত্তার অজুহাতে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করলে তা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে শঙ্কা প্রকাশ করছেন পাকিস্তান টেস্ট অধিনায়কÑ‘এটা আসলে তাদের (ইংল্যান্ড) সিদ্ধান্ত। একটি দল যখন ঘরের মাঠে খেলতে না পারে, সেটা ক্রিকেটের জন্য ভালো নয়। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে। বলতে পারেন, তারা ক্রিকেট পাগল। বাংলাদেশ যদি ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে না পারে, এটা তাদের ক্রিকেটের বড় ক্ষতিই হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘ইংল্যান্ড সফরে না গেলে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হবে’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ