নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অলিম্পিকের আসরে মেয়েদের ডাইভিংয়ে রুপা জিতেছেন চীনের হে জি। অলিম্পিকে তাঁর সদ্য-জেতা রুপার পদকটি হাতে নিতে ব্যস্ত ছিলেন। পদক নেয়ার সময় এ আনন্দ ধরে না রাখতে পেরে তিনি কাঁদতে শুরু করেন। তখনো জানেন না, আর কী ঘটতে চলেছে তাঁর জীবনে! ঠিক এ সময় ঘটল আরেকটি আনন্দময় ঘটনা। হুট করেই হে জির সামনে হাজির অনেক দিনের পরিচিত বন্ধু কিন কাই। হাঁটু গেড়ে বসে। হাতে তখন আংটি, মুখে বিয়ের প্রস্তাব! গত সপ্তাহেই পুরুষদের তিন মিটার সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন কিন। আকস্মিক বিয়ের প্রস্তাবে হে জি হকচকিয়ে গেলেও শেষমেশ ‘হ্যাঁ’ বলেই ফেলেন। পদক নেয়ার পরপরই কিন যখন লাল রঙের ছোট ভেলভেটের বাক্সটি তাঁর সামনে খোলেন, তখন আনন্দে কেঁদে ফেলেছিলেন হে জি। সম্মতি দেয়ার পর কিন সেই আংটি পরিয়ে দেন প্রেমিকার আঙুলে। একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা। হে জি জানান, ‘আমরা প্রায় ছয় বছর ধরে প্রেম করছি। কিন্তু সে যে আজ, এমন মুহূর্তে বিয়ের প্রস্তাব দেবে, তা একদমই ভাবতে পারিনি। আগে সে অনেক প্রতিশ্রæতি দিয়েছে। তবে আমি মনে করি, বাকি জীবনটা তাঁর ওপর আস্থা রাখা যায়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।