Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

শোক দিবসে বঙ্গভবনে মিলাদ

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জোহরের নামাজের পর দরবার হলে মিলাদে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ অংশ নেন। প্রেসিডেন্টের পরিবারের সদস্যগণসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরাও মিলাদে অংশ নেন। মিলাদ শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন মসজিদের ইমাম মাওলানা মাসুদুর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
এর আগে দরবার হলে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন। আলোচনা শেষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নির্মিত বঙ্গবন্ধুর জীবনের ওপর প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রদর্শিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক দিবসে বঙ্গভবনে মিলাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ