বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউপি জাতীয়পার্টির নেতা আলী আকবরকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছে। সাদিপুর ইউনিয়ন যুবলীগের প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুর রহিম ও সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সভাপতি ওবায়দুল্লাহ বাদলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাদের কথা আছে বলে তালতলা ফাঁড়িতে ডেকে পাঠানো হয়। পরে জাতীয়পার্টির নেতা আলী আকবরকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় তাদের দুজনকে গ্রেফতার দেখিয়ে জেলা আদালতে প্রেরণ করা হয়।
তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহ জানান, গত বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার দিকে ৭/৮ জন মুখোশধারী সন্ত্রাসী তাদের বিডিংয়ের কেচি গেইটের তালা ভেঙে আলী আকবরের রুমে প্রবেশ করে। এসময় সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে তার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় আলী আকবর বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
সে মামলার এজাহারভুক্ত ও আলী আকবরের জবানবন্দিতে ৫ জনের নাম উল্লেখ করে। তার দায়েরকৃত মামলা ও জবানবন্দি মোতাবেক শনিবার তাদের গ্রেফতার দেখিয়ে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়। পরে সে মামলায় রবিবার (২৫ অক্টোবর) তাদের গ্রেফতার দেখানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।