Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুদানে ভয়াবহ বন্যায় নিহত শতাধিক

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সুদানে বন্যায় কমপক্ষে ১০০ মানুষ নিহত হয়েছে। মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় কয়েক হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। গত রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য কাসালায় গাশ নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রতিবেশী ইরিত্রিয়ায় পালিয়ে গেছে। কৃষক অধ্যুষিত গ্রামগুলো পুরোপুরি বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যায় মহাসড়ক তলিয়ে যাওয়ায় সুদানের পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানী খার্তুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই এলাকার বাসিন্দারা পাহাড়ের ওপরে কুঁড়েঘর তৈরি করে আশ্রয় নিয়েছে। বার্তা সংস্থা এএফপির এক ফটোসাংবাদিক জানিয়েছেন, তিনি প্রাদেশিক রাজধানী কাসালার কাছাকাছি কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন। এসব গ্রামে খাদ্য, পানীয় ও ওষুধ সংকট দেখা দিয়েছে। অনেক গ্রামবাসীকে বিশেষ করে শিশুদের বৃষ্টির জমানো পানি পান করতে দেখা গেছে। মাকলি গ্রামের প্রধান তাহা মাহমুদ বলেন, আমাদের হাতে কোনো সময় ছিল না। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুদানে ভয়াবহ বন্যায় নিহত শতাধিক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ