মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : হুঁশিয়ারি সত্ত্বেও পূর্ব উপকূলের কাছাকাছি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কার্যক্রম শুরু করে দিয়েছে। একটি মোবাইল ক্ষেপণাস্ত্র লাঞ্চারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে দেখা গেছে। এ সময় পশ্চিম উপকূলে একটি সুদীর্ঘ রকেট লাঞ্চ প্যাডকেও দেখা যায়। জাপানের সংবাদ সংস্থা এনএইচকে এই সংবাদ জানিয়েছে। ইতিমধ্যে উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের পরিকল্পিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে বিরত থাকার জন্য বলে আসছিল। জাপান ঘোষণা করেছিল যে, তাদের ভূখ-ের জন্য কোন ক্ষেপণাস্ত্র হুমকির কারণ হলে তারা সেটা গুলি করে ভূপাতিত করবে। দক্ষিণ কোরিয়াও তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রও দেশটির এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে সতর্ক করেছিল। উত্তর কোরিয়ার উপর এমনিতেই যে কোন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ব্যাপারে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। আর এবার তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে আরও কঠোর নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হবে। ঠিক এমনিই এক উত্তপ্ত পরিস্থিতিতে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ধৃষ্টতা দেখালো। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।