Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ বছরেই উচ্চতা ৭ ফুট কিশোরের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

বয়স মাত্র ১৪ বছর, কিন্তু এখনই উচ্চতা ৭ ফুট ছাড়িয়ে গিয়েছে। চিনের দক্ষিণপশ্চিমে সিচুয়ান প্রদেশের লেশানের বাসিন্দা রেন কেয়ু বিশ্বের সবথেকে লম্বা পুরুষ টিনএজারের তকমা জিতে নিল। মাত্র ১৪ বছর বয়সেই তার উচ্চতা ২.২১ মিটার বা ৭.২৫ ফুট। এর আগে আমেরিকার কেভিন ব্র্যাডফোর্ডের দখলে ছিল এই রেকর্ড। ১৬ বছর বয়সে তার উচ্চতা ছিল ৭.১ ফুট। রেন কেয়ু বা জিয়ায়ু নামে ওই কিশোর সেই রেকর্ড ভেঙে দিয়েছে। রবিবারই ১৪ বছরে পা দিয়েছে নবম শ্রেণির এই ছাত্র। তবে ওই কিশোরের এই অস্বাভাবিক উচ্চতার কারণ কোনও রোগ নয়। সে একেবারেই সুস্থ এবং স্বাভাবিক। তার যখন আরও কম বয়স ছিল, তখনই জিয়ায়ুকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিল তার অভিভাবকরা। যদিও চিকিৎসকরা জানিয়ে দেয় তার কোনও অসুস্থতা নেই। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর তরফে জিয়ায়ুর উচ্চতা মাপাও হয়। কয়েকদিনের মধ্যেই সরকারিভাবে তাকে এই স্বীকৃতি তাকে দেওয়া হবে। ওই কিশোরের মতে, তার বাবা এবং দাদুর উচ্চতা ৬ ফুটের বেশি। ফলে বংশগত কারণেই তার এমন উচ্চতা। তবে এত দ্রুত শারীরিক বৃদ্ধির কারণে স্কুলের বেঞ্চে বসা, পোশাক পরা বা গণপরিপবহণে যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয় এই কিশোরকে। সূত্র : নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্চতা-৭-ফুট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ