নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : আশরাফুল যখন খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট, তখন তার পাশে থেকে সমর্থন দিয়েছে ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্স। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ উইনিং ইনিংস, কিংবা ২০০৭ বিশ্বকাপে গায়ানায় দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়ে অবদান রাখা বিস্ময় ক্রিকেটারকে অভিনন্দিত করছে বেঙ্গল টাইগার্স। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে প্রথম তিন হাজারী ক্লাবের মাইলস্টোনে পা রাখা আশরাফুল যখন পেয়েছেন অধিনায়কত্ব তখনও জানিয়েছে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেটের প্রথম ফ্যান ক্লাব। আবার যখন ফিক্সিং কেলেঙ্কারীতে অভিযুক্ত হয়ে আকসুর জিজ্ঞাসাবাদে সরল স্বীকারোক্তি দিয়েছে আশরাফুল, তখনো তার পাশে ছিল বেঙ্গল টাইগার্স। বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ‘টু’-তে স্পট ফিক্সিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে আশরাফুল নিষিদ্ধ হওয়ায় ও তাকে বর্জন করেনিÑ দুঃসময়ে পাশে থেকে ভবিষ্যতের মেলে ধরার জন্য দিয়েছে উৎসাহ এই ফ্যান ক্লাব।
স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আশরাফুল নিষেধাজ্ঞা কাটিয়ে গত ১৩ আগস্ট শনিবার পেয়েছেন মুক্তি। ঘরোয়া ক্রিকেটের মধ্য দিয়ে তিন বছর পর ফিরছেন ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্স মুক্ত আশরাফুলকে জানিয়েছে স্বাগত। রোববার বিকেল ৪টায় রাজধানীর গোপীবাগের রেস্টুরেন্ট টিফিন বক্সে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এবং কেক কেটে বরন করে নিয়েছেন এই ফ্যান ক্লাবটি। ক্রিকেটে আশরাফুলের প্রত্যাবর্তনে শুভকামনা জানিয়ে তার উত্তরোত্তোর সমৃদ্ধি কামনা করেছে বেঙ্গল টাইগার্স। সমর্থকদের সংগঠনের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করায় বেঙ্গল টাইগার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্রিকেটে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আশরাফুলÑ ‘বেঙ্গল টাইগার্সকে ধন্যবাদ। আমার দুঃসময়ে ক্রিকেট ফ্যানরা পাশে থেকে আমাকে সাহস দিয়েছে। তাদের এই ভালবাসার প্রতিদান দিতে চাই।’ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল টাইগার্সের প্রতিষ্ঠাতা সদস্য সাব্বির আহমেদ রুবেল, গোলাম ফারুক ফটিক, মশিউর রহমান টুটুল, জিয়াউর রহমান তপু, সাইফুল ইসলাম, মোস্তাক হোসেন, আবিদ আব্বাস কিষাণ, আসাদুজ্জামান শাহীন ও অনিমেষ দাস প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।