নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লন্ডন অলিম্পিকের স্বর্ণ জিতেছিলেন বড় ভাই; ছোটো ভাই জিতলেন রিওতে। ডিসকাস থ্রোতে শেষ প্রচেষ্টায় বাজিমাত করে সোনার পদক পরিবারেই রেখে দিয়েছেন জার্মানির ক্রিস্টোফ হার্টিং। বড় ভাই রবার্ট হার্টিংও ছিলেন রিও অলিম্পিকে। তবে চোটের কারণে কোয়ালিফাইয়িং রাউন্ড পার হতে পারেননি। ফাইনালে শেষ রাউন্ডের আগ পর্যন্ত এগিয়ে ছিলেন পোল্যান্ডের পিওতর মালাচোভস্কি। কিন্তু শেষ বারে ৬৮.৩৭ মিটার দূরে চাকতি ছুড়ে সোনা জিতে নেন ছোটো হার্টিং। মালাচোভস্কির শেষ থ্রোয়ে আগের ৬৭.৫৫ মিটার ছাড়াতে পারেননি। রুপার পদক গলায় পরতে হয় তার। হার্টিংয়ের স্বদেশি ডানিয়েল ইয়াসিনস্কি ৬৭.০৫ মিটার দূরে চাকতি ছুড়ে ব্রোঞ্জ জিতেছেন।
এবার যুক্তরাষ্ট্র দলে হিজাব
তিনি একজন নারী। একজন মুসলিম। একজন আমেরিকান। একজন হিজাব পরিহিতা। নাম ইবতিহাজ মোহাম্মদ। বয়স ৩০ বছর। ইতিহাস গড়েছেন এ মুসলিম নারী। অলিম্পিকের ইতিহাসে যুক্তরাষ্ট্রের উপস্থিতি গৌরবের। অলিম্পিকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মেডেল অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা। কিন্তু এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো মুসলিম নারী হিজাব পরে অলিম্পিকে অংশগ্রহণ করলেন। রিও অলিম্পিকে এবার যুক্তরাষ্ট্রের প্রায় ৫০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এরমধ্যে তাদের ফেন্সিং দলের সদ্য ইবতিহাজ। র্যাঙ্কিংয়ে যুক্তারষ্ট্রের ২ নম্বর ফেন্সার তিনি। আর বিশ্বে অষ্টম। এ মুসলিম নারী এবার হিজাব পরেই অলিম্পিকে খেললেন এবং জিতলেন ব্রোঞ্জ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।