Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

কালপাগেকে বিসিবি’র আলটিমেটাম

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ঃ চুক্তির মেয়াদ বেড়েছে, ২০১৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বেড়েছে শ্রীলংকান সহকারী কোচ রুয়ান কালপাগের। তবে টি-২০ বিশ্বকাপ শেষে অজানা কারণে শ্রীলংকায় অবস্থান করছেন কালপাগে। ইংল্যান্ড সফরকে সামনে রেখে বিলম্বে হেড কোচ হাতুরুসিংহে, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল এবং স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ান যোগ দিলেও এখনো কালপাগে ঢাকায় আসার দিনক্ষণই জানায়নি বিসিবিকে। সে কারণে এই শ্রীলংকার উপর ভীষণ চটেছে বিসিবি। আগামীকালকের মধ্যে আসতে হবে ঢাকায়, নইলে হারাবেন সহকারী কোচের চাকুরী। কালপাগেকে এ আলটিমেটামের কথাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালপাগেকে বিসিবি’র আলটিমেটাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ