Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে পুলিশ সুপারসহ নতুন ৮ জন করোনায় আক্রান্ত

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ১১:২৪ এএম

নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম) করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্তান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ১শ ৩৯ জনে।
গতকাল বুধবার (২১ অক্টোবর ২০২০) সন্ধা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির। তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাবের নিকট হতে প্রাপ্ত নীলফামারী জেলার ৩৮টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে নীলফামারী পুলিশ সুুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (৪৫) রয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর/২০২০) নমুনা পরীক্ষার জন্য দেন। আজকের রির্পোটে তার করোনা পজেটিভ আসে।
এছাড়া অন্যান্য আক্রান্তদের মধ্যে রয়েছেন, পেীর শহরের শান্তিনগর এলাকার মিলন(৪৫), সিএইচসিপি মাহাবুল ইসলাম(৩২), পূর্ব দুকুরী এলাকার দুুইজন যথাক্রমে জগদীশ চন্দ্র রায়(৪৫) ও জয়ন্ত মোহন(৬৫)। এছাড়া জলঢাকা উপজেলার মাথাডাঙ্গা এলাকার সামলা আক্তার(২৯) এবং কিশোরীগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার দুইজন যথাক্রমে সোহেল রানা(৩২) ও সানজিদা খাতুন(৩০)।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, গতকাল বুধবার জেলায় নতুন ০৮ জনসহ মোট এক হাজার ১৩৯ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন এক হাজার ৭৭জন ও মৃত্যু বরণ করেছেন ২০ জন। অদ্য চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন।
আক্রান্তদের মধ্যে সদরে- ৬০০ জন, ডোমার উপজেলা- ৯৪জন, ডিমলা উপজেলায় ১০০জন, জলঢাকা উপজেলায়- ১৫৪ জন, কিশোরগঞ্জ উপজেলায়- ৫৯ জন ও সৈয়দপুর উপজেলায় ১৩২জন। মৃত্যুবরণের মধ্যে জেলা সদরে ৭ জন, সৈয়দপুর উপজেলায় ৬ জন, জলঢাকা উপজেলায় ৫ জন, কিশোরগঞ্জ উপজেলা ১ জন ও ডোমার উপজেলায় ১ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ