Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

৪৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এগুলো গত শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাত দুইটায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি জানান, ভারতীয় নাগরিক রাজা মোহাম্মদ কুয়ালালামপুর থেকে এমএইচ ০১৯৬ ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটায় কাস্টমস হলের বেল্ট এরিয়া থেকে রাজার বহন করা তিনটি ব্যাগ শনাক্ত ও জব্দ করা হয়। ব্যাগের মধ্যে আমদানি নিষিদ্ধ কোরিয়ার তৈরি ইজি ব্র্যান্ডের ২০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার শলাকার ৪৫০ কার্টন সিগারেট পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ