Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাবার কোন শত্রু ছিল না : নাইমা

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিহত মাওলানা আকুঞ্জির মেয়ে নাইমা বলেছেন, তার বাবার কোনও শত্রু ছিল না। বাবার সঙ্গে কারও কোনও ঝামেলা ছিল না। আমি খুবই মর্মাহত। কারও সঙ্গে তার কোনও বিরোধ ছিল না। তিনি শুধু মসজিদে যেতেন, নামাজ পড়তেন এবং বাসায় ফিরতেন। আমরা সবাই কান্নাকাটি করছি। এটা খুব বেদনাদায়ক। এদিকে নজরদারি ক্যামেরায় ধারণ করা ফুটেজে এক সন্দেহভাজনকে শনাক্ত করার দাবি করেছে পুলিশ। তাকে অস্ত্র হাতে পালিয়ে যেতে দেখা গেছে বলে জানানো হয়েছে। নঈমা বলেন, শনিবার মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফেরার পথে কুইন্সের ওজোন পার্ক এলাকার একটি রাস্তায় হত্যার শিকার হন আমার বাবা ও তার সহকারী। পুলিশের দাবি, এখন পর্যন্ত এ হত্যাকা-ের কারণ জানা না গেলেও এর সঙ্গে ধর্মবিশ্বাসজনিত বিদ্বেষের সম্পর্ক থাকার ইঙ্গিত মেলেনি। অপরদিকে, যুক্তরাষ্ট্রের কুইন্সে ইমামসহ দুই জনকে গুলি করে হত্যার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করছে সেখানে অবস্থানরত মুসলিম কমিউনিটির সদস্যরা। শনিবার যে জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছে সেখানে জড়ো হয়ে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তারা। মার্কিন বার্তা সংস্থা এপি খবরটি নিশ্চিত করেছে। তবে নিউ ইয়র্কের কুইন্সে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে কমিউনিটির নেতারা আশঙ্কা জানিয়েছেন, ইসলামবিরোধী বিদ্বেষ থেকেই ওই দুই ব্যক্তিকে হত্যা করা হয়ে থাকতে পারে। সমাবেশে তারা উই ওয়ান্ট জাস্টিস’ বলে শ্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলের কাছেই একটি সংবাদ সম্মেলন করেছেন পরামর্শক প্রতিষ্ঠান দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স। ওই সংবাদ সম্মেলনে স্থানীয় আরেক মসজিদের নেতা কবির চৌধুরীও এ হত্যাকা-কে মুসলিমবিরোধী বিদ্বেষ বলে উল্লেখ করেন। আল ফুরকান মসজিদের সদস্য মিল্লাত উদ্দিনও এ ঘটনাকে বিদ্বেষমূলক হামলা হিসেবে বিবেচনা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন। ইমাম আলালা উদ্দিন আকুঞ্জি ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক। এপি, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবার কোন শত্রু ছিল না : নাইমা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ