মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এমন নিষ্ঠুরতা পৃথিবী এর আগে কখনো দেখেনি। একজন মৃত মানুষের মুখ কাপড়ে ঢেকে রাজনৈতিক সভা চালিয়ে গেলেন ভারতীয় জনতা পার্টির এক নেতা। জানাযায়, মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার জনসভার মধ্যেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যায় এক কৃষক। তা সত্তে¡ও অনুষ্ঠান বন্ধ করেনি আয়োজকরা। যা নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি কৃষি আইনকে কেন্দ্র করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে সংঘাতে নেমেছে বিরোধী রাজনৈতিক দল ও কৃষক সংগঠনগুলো। এরই মধ্যে রোববার মধ্যপ্রদেশের মুন্ডিতে বিজেপির কৃষক সমাবেশে ওই কৃষকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, জনসভায় যোগ দিতে এসেছিলেন চাঁদপুরের বাসিন্দা ৭০ বছর বয়সী কৃষক জীবন সিং। জনসভা চলাকালীনই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সভায় চেয়ারে বসে থাকা অবস্থাতেই মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় নেতারা যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখনই ওই কৃষক হৃদ্রোগে আক্রান্ত হয়। তার পরে সিন্ধিয়া সভায় পৌঁছায়। তাকে এই সংবাদ জানানোর পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।