Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তান নয়, পিডিপি দায়ী : ওমর আব্দুল্লাহ

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের জাতীয় সম্মেলনের ভারপ্রাপ্ত সভাপতি ওমর আব্দুল্লাহ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে ক্ষমতাসীন পিডিপিকে দুষলেন কাশ্মীর সমস্যার জন্য। তিনি বলেন, পিডিপি কাশ্মীরিদের অবজ্ঞা করছে এবং কেন্দ্র যদি কাশ্মীরের সত্যিকার সমস্যা অনুধাবনে ব্যর্থ হয়, তাহলে বর্তমানে সেখানে যে অসহিষ্ণু পরিবেশ রয়েছে, তা আরও বেড়ে যাবে। সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, কাশ্মীর পাকিস্তানের জন্য অস্থিতিশীল হয়নি, কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারণেই এটা হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, কেন্দ্র যেভাবে সন্ত্রাসবাদ ও পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের সমস্যা গুলিয়ে ফেলেছে, তাতে তিনি হতাশ। তিনি বৈঠকে সরকারের সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করেন। ওমর বলেন, নতুন দিল্লী এখনো কাশ্মীর সমস্যার মূল কারণ নিরূপণে ব্যর্থ হওয়ায় আমি হতাশ এবং ভবিষ্যতে এ উপত্যকায় এ কারণে অস্থিতিশীলতা আরও বাড়বে।
ক্ষমতাসীন পিপলস ডেমোক্রেটিক পার্টিÑ পিডিপির সমালোচনা করে তিনি বলেন, তারাই তাদের কর্মকা- দ্বারা কাশ্মীরবিরোধী কর্মকা- উস্কে দিচ্ছে এবং কাশ্মীরবাসীকে তারা তোয়াক্কাই করছে না। প্রশ্ন রেখে তিনি বলেন, পিডিপি কার স্বার্থে এটা করছে? তারা এ থেকে কি ধরনের ফায়দা নিতে চায়? কাশ্মীরিদের অবজ্ঞা করে সেটা কি সম্ভব? তিনি বলেন, সর্বদলীয় বৈঠকে পিডিপি কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রকে নেতিবাচক যা বোঝালো, তা আসলে নিষ্ঠুরতা। এটা কাশ্মীরি জনগণের সাথে এক ধরনের কৌতুক। তিনি বলেন, কাশ্মীরিরা আসা করেছিলো, প্রধানমন্ত্রী পূর্ববর্তী বিজেপি সরকারের মতো কাশ্মীরি যুবকদের নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবেন। কিন্তু তিনি সে পথে হাটেননি। ওমর বলেন, পিডিপি’র এটা মনে রাখা উচিত, আইএস অথবা খিলাফত আন্দোলনের সাথে সম্পৃক্ত নয়। পিডিপি’র সহসভাপতি মুজাফ্ফর বেগ সর্বদলীয় বৈঠকে এটাই বুঝিয়েছেন, কাশ্মীরিদের আন্দোলন খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে। অথচ কাশ্মীরের শিক্ষিত তরুণরা আদৌ সে পথে হাটে না। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ