Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বন্যায় অন্তত ৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুজিয়ানায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। শুক্রবার প্রাকৃতিক এই দুর্যোগে অন্তত ৩ জন মারা গেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে একথা বলা হয়েছে। ভারী বর্ষণ ও বন্যার কারণে স্কুল ও রাজ্যের অফিসগুলো বন্ধ রাখা হয়েছে। এছাড়া এতে রাস্তাঘাটও চলাচলের অনুপযোগি হয়ে পড়ায় বন্ধ করে দেয়া হয়েছে। অঞ্চলটিতে সাত থেকে ১০ ইঞ্চি (প্রায় ১৭.৮ থেকে ২৫.৪ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ প্রায় রেকর্ড মাত্রায় পৌঁছেছে। এই বন্যাকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে লুজিয়ানার গভর্নর জন বেল এডওর্য়াডস শুক্রবার রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। ১০ সেপ্টেম্বর পর্যন্ত পুরো রাজ্য জুড়ে এই জরুরি অবস্থা বলবৎ থাকবে। স্থানীয় পুলিশ ও জাতীয় গার্ডের সদস্যদের উদ্ধার তৎপরতায় যোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে। গভর্নরের কার্যালয় থেকে বাসিন্দাদের রাস্তার পাশের সাইনগুলো মেনে চলতে বলা হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বন্যায় অন্তত ৩ জনের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ