Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লিনটন পরিবারের আয় ১০.৭৫ মিলিয়ন ডলার হিলারির আয়কর বিবরণী প্রকাশ, ট্রাম্পের অসম্মতি

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ২০১৫ সালের আয়কর বিবরণী প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, হিলারি ও বিল দম্পতি গত বছর আয় করেন ১০.৭৫ মিলিয়ন ডলার, আর ট্যাক্স দেন ৩৪.২ শতাংশ। শুক্রবার প্রকাশ করা হিলারির ওই আয়কর বিবরণীতে দেখা যায়, ক্লিনটন পরিবার ২০১৫ সালে এক মিলিয়ন ডলার দান করেছে। ওই দানের বেশির ভাগই তাদের নিজেদের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ক্লিনটন ফাউন্ডেশনকে করা হয়েছে। তবে রিপাবলিকান প্রার্থী ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস তাদের অডিট শেষ না করা পর্যন্ত তিনি জনসমক্ষে আয়কর বিবরণী প্রকাশ করবেন না। খবরে বলা হয়, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও তার রানিং মেট টিম কেইন সর্বশেষ আয়কর হিসাব প্রকাশ করেছেন। এই হিসাব অনুযায়ী, হিলারি ও তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ২০১৫ সালে যৌথভাবে মোট ১০.৬ মিলিয়ন ডলার উপার্জন করেন। এই আয়ের ওপর তারা প্রায় ৩৫ শতাংশ হারে মোট ৩.৬ মিলিয়ন ডলার আয়কর দিয়েছেন। এই দম্পতির উপার্জনের সিংহভাগই বিল ক্লিনটনের, অধিকাংশই বিভিন্ন বক্তৃতা থেকে পাওয়া ফি। হিলারির আয়ের পরিমাণ তিন মিলিয়ন ডলার, যার পুরোটাই এসেছে তার স্মৃতিকথা হার্ড চয়েসেস গ্রন্থ থেকে। অন্যদিকে ২০১৫ সালে টিম কেইন ও তার স্ত্রী অ্যান হলটের যৌথ আয় ছিল ৩ লাখ ১৩ হাজার ৪৪১ ডলার। ডেমোক্রেটিক প্রার্থীদ্বয় তাদের আয়করের হিসাব প্রকাশ করলেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একই কাজ করতে অস্বীকার করেছেন। তার যুক্তি, মার্কিন রাজস্ব বিভাগ তার আয়করের হিসাব নিয়ে নিরীক্ষা (অডিট) করছে। এই নিরীক্ষা শেষ হলেই তিনি নিজের প্রদত্ত আয়করের হিসাব সর্বসমক্ষে প্রকাশ করবেন। রাজস্ব দপ্তর অবশ্য জানিয়েছে, আয়করের হিসাব প্রকাশ করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের আগে সব প্রার্থী তাদের আয়কর প্রকাশ করে থাকেন। ট্রাম্প যদি তা করতে ব্যর্থ হন, তাহলে গত ৫৬ বছরে তিনিই হবেন সে রকম প্রথম প্রেসিডেন্ট পদপ্রার্থী। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্লিনটন পরিবারের আয় ১০.৭৫ মিলিয়ন ডলার হিলারির আয়কর বিবরণী প্রকাশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ