Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়হান হত্যা ঘটনায় সিলেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানে ৩ পুলিশ কনস্টেবল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ৪:৩২ পিএম

সিলেট বন্দর বাজার ফাঁড়িতে পুলিশে নির্যাতনের ফলে রায়হানের নিহতের ঘটনায় আদালতে জবানবন্দি দিচ্ছেন পুলিশের ৩ কনেস্টবল। পুলিশের ওই ৩ সদস্য ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করছে আদালত। আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা ৩টা থেকে কনষ্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম জবানবন্দি প্রদান করছে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো. জিহাদুর রহমানের আদালতে।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর (শনিবার দিবাগত রাতে) বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতন পর মৃত্যু হয় ওসমানী হাসপাতালে। নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন নিহত রায়হান। সে নগরীর আখালিয়া নেহারী পাড়াস্থ মৃত রফিকুল ইসলামের পূত্র। এই ঘটনায় সোমবার (১২ অক্টোবর) রাত আড়াইটার সময় অজ্ঞাতনামাদের আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। রায়হান নিহতের ঘটনায় ফাঁড়ির ইনচার্জ এস আই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটুচন্দ্র দাসকে করা হয় সাময়িক বরখাস্ত। এছাড়া এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে করা হয় প্রত্যাহার। অপরদিকে, গত ১৩ অক্টোবর থেকে প্রধান অভিযুক্ত এস.আই আকবর হোসেন ভূইয়া পলাতক হলেও বাকীরা পুলিশ হেফাজতে রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জবানবন্দি

১৬ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ