Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কোনো মূল্যে গুলেনকে ফেরত চায় তুরস্ক

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে আঙ্কারা-ওয়াশিংটনের সম্পর্ক। ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিতর্কিত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে ফেরত পাঠাতে চাপ অব্যাহত রেখেছে আঙ্কারা। কিন্তু যুক্তরাষ্ট্র অভ্যুত্থানচেষ্টার সঙ্গে গুলেনের জড়িত থাকার তথ্য-প্রমাণ চাওয়ায় নাখোশ হয় আঙ্কারা। সম্প্রতি টেলিভিশন চ্যানেল তেলেভিসাকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, গুলেনকে ফিরে পেতে তর সইছে না। যে কোনো মূল্যে তাকে আমরা ফেরত চাই। এক্ষেত্রে ওয়াশিংটনের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। এরদোগান অভিযোগ করেন, মার্কিন কর্তৃপক্ষ গুলেনের বিষয়ে তথ্য-প্রমাণ চাইছে। যত যাই বলুন না কেন, সে-ই যে এর পেছনে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি কোনো সন্ত্রাসীকে ফেরত চাই, তাহলে আপনাদের উচিত তা করা। এ ক্ষেত্রে যদি আপনারা এভাবে তথ্য প্রমাণ চান, তাহলে তো সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের বিভিন্ন বাধার সৃষ্টি হবে। এর আগে গত ১৮ জুলাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে তুরস্ক আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছে। তুরস্ককে গুলেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে বলা হয়েছে। কেরি বলেন, ফেতুল্লাহ গুলেন যে তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি, এ ব্যাপারে সে রকম প্রমাণ মিললে তাকে ফেরত পাঠানোর বিষয় বিবেচনা করা হবে। কিন্তু গেল এক মাসেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। এ নিয়ে দুই পক্ষে বাগযুদ্ধ চলছে। আল-জাজিরা ও ডেইলি হুররিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যে কোনো মূল্যে গুলেনকে ফেরত চায় তুরস্ক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ