Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতা দিবস বর্জনের ঘোষণা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী দলগুলোর

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি স্বাধীনতাকামী দল ও গ্রুপ দেশের স্বাধীনতা দিবস উদযাপন বয়কট করার জন্য সেখানকার বাসিন্দাদের আহ্বান জানিয়েছে। প্রতি বছর ১৫ আগস্ট ভারত স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। দেশটির দু’টি বিদ্রোহী জোটের আহ্বানের পর ওই অঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মতো অধিকৃত কাশ্মিরের যুদ্ধরত স্বাধীনতাকামীরাও ভারতের স্বাধীনতা দিবস বয়কট করার আহ্বান জানায়। দ্য ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ওয়েস্টার্ন সাউথ-ইস্ট এশিয়া (ইউএনএলএফডব্লিউএসইএ) এবং দ্য কোর্ডিনেশন কমিটি অব মনিপুর (সিওআরসিওএম) এক যৌথ বিবৃতিতে উত্তর-পূর্বাঞ্চলের জনগণকে ১৫ অগাস্টের স্বাধীনতা দিবস বয়কটের আহ্বান জানায়। ইউএনএলএফডব্লিউএসইর সাথে এনএসসিএন (খাপলাং অংশ) এবং ইউএলএফএ (পরেশ বড়ুয়া অংশ)-এর মতো শক্তিশালী স্বাধীনতাকামী দলও রয়েছে। আর সিওআরসিওএম’র সাথে মনিপুরের শক্তিশালী দুই বিদ্রোহী দল ইউএনএলএফ এবং পিএলএ রয়েছে। মেঘালয়ের আরো দুটি ছোট স্বাধীনতাকামী দল ওই বিবৃতিতে সমর্থন দিয়েছে। ভারতের একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেন, এনএসসিএন কে খুবই শক্তিশালী দল। গত কয়েক মাসে দলটি ভারতের সেনাবহরেও হামলা চালিয়েছে। মনিপুরের দলগুলোও একই ধরনের হামলা চালাতে সক্ষম। আর ইউএলএফএ সাধারণত বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে হামলা করে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতা দিবস বর্জনের ঘোষণা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী দলগুলোর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ