Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইব্রা দ্যুতিতে ডার্বি জিতল এসি মিলান

হফেনহেইম ১-০ বরুশিয়া ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

এক নজরে ফল
ইতালিয়ান সিরি ‘আ’
ক্রোতোনে ১-১ জুভেন্টাস
এসি মিলান ২-১ ইন্টার মিলান
নাপোলি ৪-১ আতালান্তা
জার্মান বুন্দেসলিগা
আর্মিনিয়া ৪-১ বায়ার্ন মিউনিখ


আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফেরাটা সুখকর হলো না জুভেন্টাসের। নবাগত ক্রোতোনের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে সিরি ‘আ’ চ্যাম্পিয়নরা। গতপরশু রাতে প্রতিপক্ষের মাঠে লিগ ম্যাচে অনেকটা সময় এক জন কম নিয়ে খেলে ১-১ ড্র করেছে জুভেন্টাস। শিরোপা ধরে রাখার অভিযানে চার ম্যাচে দ্বিতীয়বার পয়েন্ট হারাল তুরিনের দলটি।

ম্যাচের দ্বাদশ মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড নুয়ানকুর সফল স্পট কিকে এগিয়ে যায় ক্রোতোনে। ডি-বক্সে জুভেন্টাস ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি মিডফিল্ডার আর্কাদিউস রেকাকে ফাউল করলে পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা। ২১তম মিনিটে সমতা টানেন আলভারো মোরাতা। ফেদেরিকো চিয়েসার পাস পেয়ে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন গত সেপ্টেম্বরে আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে জুভেন্টাসে ফেরা এই ফরোয়ার্ড। ৬০তম মিনিটে বড় ধাক্কা খায় চ্যাম্পিয়নরা। এ মাসের শুরুতে ফিওরেন্তিনা থেকে ধারে জুভেন্টাসে আসা তরুণ ফরোয়ার্ড চিয়েসা প্রতিপক্ষের মিডফিল্ডার লুকা সিগারিনিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। তিন মিনিট পর ভাগ্যের ফেরে এগিয়ে যাওয়া হয়নি জুভেন্টাসের। মোরাতার হেড পোস্টে লেগে ফেরে। ৭৬তম মিনিটে আরেকবার বল জালে পাঠান তিনি; কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভিএআর দেখে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে জুভেন্টাস। দারুণ পথচলায় শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান। জ্বাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ইন্টার মিলানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। নাপোলির মাঠে ৪-১ গোলে হেরে যাওয়া আতালান্তা ৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। জুভেন্টাসের সমান ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নাপোলি।

এদিকে, জাতীয় দলে আলো ছড়িয়ে ক্লাব ফুটবলেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন রবের্তো লেভান্দোভস্কি। জার্মান বুন্দেসলিগায় টমাস মুলারের সঙ্গে জোড়া গোল করলেন এই পোলিশ স্ট্রাইকার। তাতে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকা বায়ার্ন মিউনিখের কাছে পাত্তা পেল না আর্মিনিয়া বিলেফেল্ড। অনায়াস জয় পেল হান্স ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ৪-১ গোলে জিতেছে বায়ার্ন। চলতি লিগে চার ম্যাচে তৃতীয় জয় পেল প্রতিযোগিতার শিরোপাধারীরা।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বায়ার্ন। দিনের অন্য ম্যাচে হফেনহাইমকে ১-০ গোলে হারানো বরুশিয়া ডর্টমুন্ড সমান ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা লাইপজিগের পয়েন্ট ১০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডার্বি-জিতল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ