মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চায় সেখানে বসবাসরত অধিকাংশ বাসিন্দা। হিব্রু পত্রিকা মারিভের এক জরিপে পাঠকরা এ বিষয়ে তাদের মতামত দিয়েছে। জরিপে অধিকাংশ পাঠক নেতানিয়াহুর বিপক্ষে অবস্থান নিয়েছে বলে জানায় মিডেল ইস্ট মনিটর। জরিপে দেখা যায়, ৫৪ শতাংশ পাঠক চায় নেতানিয়াহু তার অবস্থান থেকে সরে দাঁড়াক। ৩৫ শতাংশ পাঠকের ইচ্ছা তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখুক। বাকি ১০ শতাংশ কোনো মতামত দেয়নি। মারিভের জরিপ অনুযায়ী, এখন ইসরাইলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে, নেতানিয়াহু সমর্থিত লিকুদ পার্টি সিট পাবে ২৮টি। যা তাদের বর্তমান সিট ৩৬টি থেকে কম। সুতরাং এককভাবে লিকুদ পার্টি ইসরাইলের ক্ষমতায় বসতে পারবে না। করোনাভাইরাসের সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার অভিযোগে বেশ কয়েক সপ্তাহ ধরেই তেল আবিবের সড়কে আন্দোলন করে আসছে ইসরায়ইলি নাগরিকরা। তাদের মূল দাবী নেতানিয়াহুর পদত্যাগ। এই বিক্ষোভকে কেন্দ্র করে বেশ কয়েকদফা পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে আন্দোলনকারীদের। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।