মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বক্ষুধা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থা খুবন নাজুক। তবে মানুষের মুখে খাবার তুলে দেয়ার ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে রয়েছে চীন-তুরস্ক। আর ক্ষুধা নিবারণের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা দেশগুলোর মধ্যে ঠাঁই হলো ভারতের। চলতি বছরের বিশ্বক্ষুধা সূচকে ১০৭টি দেশের মধ্যে ভারত ৯৪তম স্থানে রয়েছে। ভারতের থেকে ভালো অবস্থায় রয়েছে বাংলাদেশ, মিয়ানমার এমনকী পাকিস্তানও। শুক্রবার প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বক্ষুধা সূচকে ‘গুরুতর’ শ্রেণীতে রয়েছে ভারত। এই একই শ্রেণীতে রয়েছে বাংলাদেশ, মিয়ানমার ও পাকিস্তান। তবে ভারতের মতো এই প্রতিবেশী দেশগুলোও ‘গুরুতর’ শ্রেণীতে থাকা সত্তে¡ও তালিকায় ভারতের থেকে তারা ভালো জায়গায় রয়েছে। বাংলাদেশ রয়েছে ৭৫তম স্থানে। মিয়ানমার ও পাকিস্তান রয়েছে যথাক্রমে ৭৮ ও ৮৮তম স্থানে। উপমহাদেশের এই চারটি দেশ ‘গুরুতর’ শ্রেণীতে থাকলেও অনেক ভালো অবস্থায় রয়েছে নেপাল ও শ্রীলঙ্কা। তারা রয়েছে ‘মডারেট’ শ্রেণীতে। বিশ্বক্ষুধা সূচকে এবার নেপাল পেয়েছে ৭৩তম স্থান। শ্রীলঙ্কা রয়েছে ৬৪তম স্থানে। পাশাপাশি বিশ্বের যে ১৭টি দেশ সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে, তাদের মধ্যে রয়েছে চীন। এই শ্রেণীতেই ঠাঁই হয়েছে বেলারুশ, ইউক্রেন, তুরস্ক, কিউবা ও কুয়েতের। ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় এই দেশগুলি উল্লেখযোগ্য উন্নতি করেছে বলে দাবি করা হয়েছে গ্লােবাল হাঙ্গার ইনডেক্সের ওয়েবসাইটে। গ্লােবাল হাঙ্গার ইনডেক্স ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।