Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ফের ভারি বৃষ্টিপাত হায়াদ্রাবাদে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

ভারতের তেলেঙ্গানায় কয়েকদিনের টানা প্রবল বৃষ্টিতে অন্তত ৫০ জনের মৃত্যু ও কয়েক হাজার কোটি রুপির সমপরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার পর রাজ্যটির প্রধান শহর হায়দ্রাবাদে ফের রাতভর ভারি বৃষ্টি হয়েছে। শনিবার রাতে রাজ্যের রাজধানী শহরটির বালানগর হ্রদ উপচে আশাপাশের এলাকাগুলো তলিয়ে যায়। তলিয়ে যাওয়া রাস্তাগুলো দিয়ে নেমে আসা ঢলের সঙ্গে বহু গাড়ি ভেসে যায়। ঘরে পানি প্রবেশ করার পর লোকজন বাড়ির ছাদে গিয়ে আশ্রয় নেয়। প্রবল বৃষ্টিতে হায়দ্রাবাদ ও আশপাশের এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। নগরীর কয়েকটি এলাকায় সকাল পর্যন্ত ১৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে, এর আগে মঙ্গলবার শহরটিতে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। হায়দ্রাবাদের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার নগরীর কয়েকটি এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে এক থেকে দুটি এলাকায় প্রবল বৃষ্টি হতে পারে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হায়াদ্রাবাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ