পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট এর শীর্ষ নেতা কমরেড খালেকুজ্জামান বলেছেন, সরকারের মদদে ছাত্রলীগ-যুবলীগ ধর্ষক-নির্যাতকদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসাবে কাজ করছে। তারা দর্ষকদের পক্ষ্যেই অবস্থান নিয়েছে। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
খালেকুজ্জামান বিবৃতিতে বলেন, ফেনী শহর ও দাগনভূঁইয়ায় ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশের’ এর লংমার্চে অংশগ্রহণকারী ছাত্র ও নারী কর্মীদের উপর প্রকাশ্যে ছাত্রলীগ-যুবলীগ-নিজাম হাজারী বাহিনীর দফায় দফায় হামলা করেছে। তারা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে কার্যত ধর্ষকদের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি আরো বলেন, একদিকে প্রধানমন্ত্রী ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দেওয়া ও জনগণকে সচেতন হয়ে প্রতিরোধ করার আহবান করছেন। অন্যদিকে ধর্ষণ-নির্যাতনের বিরুদ্ধে চলমান ছাত্র-নারী-সাংস্কৃতিক কর্মীদের লংমার্চে ফেনী ও দাগনভূঁইয়ায় দফায় দফায় তাদের উপর ছাত্রলীগ-যুবলীগ হামলা ও রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করছে। লংমার্চে হামলা ও রাস্তায় ব্যারিকেড এটাই প্রমাণ করে বর্তমান সরকার ও ছাত্রলীগ-যুবলীগ ধর্ষক-নির্যাতকদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসাবে কাজ করছে।
বিবৃতিতে কমরেড খালেকুজ্জামান অবিলম্বে লংমার্চে হামলাকারী ছাত্রলীগ-যুবলীগ-নিজাম হাজারী বাহিনীর সন্ত্রাসীদের গ্রেফতার-বিচার, আহতদের সুকিৎসা প্রদান এবং সারাদেশে ধর্ষণ-নির্যাতন ও ফ্যাসিস্ট সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।