Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে র‌্যাবের সাথে গুলিবিনিময়ে শিশু ধর্ষক নিহত

কক্সবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৪ এএম

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার র‌্যাবের সাথে গুলিবিনিময়ে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণকারী আনু মিয়া নিহত হয়েছেন। বুধবার ভোরে চকরিয়ার বদরখালির নাপিতখালিতে র‌্যাবের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে বদরখালি ইউনিয়নের নাপিতখালি এলাকায় র‌্যাব অভিযান চালায়। এই সময় র‌্যাবের সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়।
তিনি জানান, গোলাগুলি থামলে ঘটনাস্থলে আনোয়ার হোসেন ওরফে আনু মিয়ার (৫৯) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালের চিকিৎসকরা আনুকে মৃত ঘোষণা করের।
মেজর রুহুল আমিন জানান, ঘটনাস্থল থেকে ১ টি ওয়ান-শুটার গান, ৩ রাউন্ড গুলি ও ২ টি খালি খোসা উদ্ধার করা হয়।
আনু মিয়া ১১ ফেব্রুয়ারি দিবাগত রাতে বদরখালিতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পরদিন চকরিয়া থানায় ধর্ষণ মামলা করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু ধর্ষক নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ