Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুচন্দা ববিতা ও চম্পার জীবনী নিয়ে তথ্যচিত্র তিন কন্যা

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের তিন তারকা ও তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পাকে নিয়ে বড় বোন সুচন্দা দুই বছর আগে ঘোষণা দিয়েছিলেন তিন বোনকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করবেন। বিভিন্ন কারণে তথ্যচিত্রটির নির্মাণ শুরু করতে পারেননি। এবার সব ঝামেলা কাটিয়ে নির্মাণ কাজে হাত দিচ্ছেন। আগামী বছরের শুরুতেই নির্মাণ করতে যাচ্ছেন তিন বোনের জীবনী নিয়ে তথ্যচিত্র ‘তিন কন্যা’র কাজ। সুচন্দা বলেন, ‘আমার বাবার ইচ্ছে ছিল তিন বোনকে একসঙ্গে সিনেমার পর্দায় দেখার। বাবার সেই স্বপ্ন পূরণ করেছিলাম আমি প্রয়াত শিবলী সাদিককে দিয়ে তিন কন্যা সিনেমাটি নির্মাণের মধ্যদিয়ে। যদিও বাবা তা দেখে যেতে পারেননি। কিন্তু তিন কন্যা নির্মাণের পর আমার নিজের ইচ্ছে হলো যে আমাদের তিন বোনের ছোট থেকে আজকের দিন পর্যন্ত নানা উল্লেখযোগ্য ঘটনা, সুখের, দুঃখের নানান স্মৃতি নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করা। তারই কাজ নিয়ে ব্যস্ত আমি। আশা করছি আগামী বছরের শুরুতেই এটি নির্মাণ কাজ শুরু করতে পারবো।’ ববিতা বলেন, ‘অবশ্যই বিষয়টি অনেক ভালোলাগার, অনেক আনন্দের এবং অনেক কষ্টসাপেক্ষ ব্যাপার। আমি নিজেও কাজটি করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার বিশ্বাস বড় আপা কাজটি বেশ ভালোভাবে সম্পন্ন করতে পারবেন, আমাদের আরো একটি স্বপ্ন পূরণ হবে।’ চম্পা বলেন, ‘আমার বড় দুই বোন সুচন্দা আপা, ববিতা আপা আমার গর্ব। আমি মাথা উঁচু করে বলতে পারি আমি তাদের বোন। চলচ্চিত্রের জন্যই আমরা নিবেদিত সবসময়। চলচ্চিত্রই আমাদের আজকের তিন কন্যায় পরিণত করেছে। বড় আপা যেন ভালোভাবে কাজটি সম্পন্ন করতে পারেন এই দোয়াই করছি মনে মনে।’



 

Show all comments
  • বাবু নাজমা ৭ অক্টোবর, ২০২১, ১:০৫ পিএম says : 0
    উনার ফেসবুক আইডি নেই অথচ উনার নামে আইডি চালাচ্ছে অন্য কেউ আর উনি গালে হাত দিয়ে বসে দেখছেন!!!! উনি একটা ভেরিফাইড করা আইডি খুললেই তো সব ল্যাটা চুকে যায়। আমার মনে হয় উনি বসে বসে মজা দেখছেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুচন্দা ববিতা ও চম্পার জীবনী নিয়ে তথ্যচিত্র তিন কন্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ