বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার দেবিদ্বারে পূর্ব শক্রতার জের ধরে আওয়ামীলীগ নেতার শতাধিক গাছ জোর পূর্বক কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকালে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহম্মেদের বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আওয়ামীলীগ নেতা জুয়েল আহম্মেদের পারিবারিক সড়কের দুই পাশে থাকা শতাধিক গাছ কর্তন করেন তার প্রতিবেশী প্রভাবশালী আব্দুল হান্নান, আব্দুল কাইয়ুম, আবদুল আউয়াল ও মতিন মাষ্টাররা। পারিবারিক ওই সড়ক দিয়ে প্রাইভেটকারসহ রিক্সা চলাচল করতে পারলেও সড়কটি আরো প্রশস্ত করার অজুহাতে ওই গাছগুলো জোরপূর্বক কেটে ফেলা হয়।
ক্ষতিগ্রস্ত আওয়ামীলীগ নেতা জুয়েল আহম্মেদ বলেন, আমাদের সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই রাস্তা প্রশস্ত করার অজুহাতে গাছগুলো কেটে ফেলেছে মতিন মাস্টারসহ তার লোকজন। তারা অনেক পূর্ব থেকেই আমাদের ক্ষতি করার চেষ্টা করে আসছে। সেই শত্রুতার জের ধরেই গাছ গুলো কেটে ফেলেন। তাই আমি প্রশাসনের নিকট বিচার দাবি করছি।
অপরদিকে অভিযুক্ত আব্দুল কাইয়ুম মাষ্টার গাছ কাটার বিষয়টি শিকার করে বলেন, গাড়ি নিয়ে বাড়িতে আসা-যাওয়া করার জন্য রাস্তা প্রশস্ত করা প্রয়োজন হয়ে পড়ায় গাছ কাটা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।