Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় এবার কুমারী পূজা হবে না সংবাদ সম্মেলনে-নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২০, ৪:৩২ পিএম

করোনা সংক্রমণ এড়াতে ঢাকায় এবার কুমারী পূজা হবে না। করোনা পরিস্থিতিতে দর্শনার্থীদের ভিড়, শিশুকন্যার নিরাপত্তার বিষয় মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনার কারণে নির্দেশনা অনুযায়ী প্রতিমা বিসর্জনে পরিহার করা হবে শোভাযাত্রাও। আজ শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি এসব তথ্য জানিয়েছেন।
নির্মল কুমার আরো জানান, এবার দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন, যাবেন গজে চড়ে। এবার ভোগের প্রসাদ বাদে প্রসাদ বিতরণ বন্ধ থাকবে। নিরাপত্তার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জানান, এবারের দুর্গাপূজায় মন্ডপের সংখ্যা ৩০ হাজার ২১৩টি, যা গত বছরের চেয়ে এক হাজার ১৮৫টি কম। পূজা উদযাপনে দর্শনার্থীদের সহায়তা করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ