Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে মোটরসাইকেল দুর্ঘটনার ১৮ঘন্টা পর স্কুলছাত্রের মৃত্যু

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২০, ৩:৪৫ পিএম

টাঙ্গাইলের সখিপুরে মোটরসাইকেল দুর্ঘটনাযর ১৮ঘন্টা পর নাছির উদ্দিন (১৫) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ শুক্রবার(১৬অক্টোবর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাছির উদ্দিন উপজেলার প্রতিমা বংকী গ্রামের সাদেক আলীর ছেলে এবংসখিপুর পিএম পাইলট মডেল গভঃস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। তার এ অকাল মৃত্যুতে তার পরিবার , নিজ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীল মাঝে শোকের ছায়া নেমে এসেছে।জানা যায় , বৃহস্পতিবার সন্ধ্যায় নাসির তার মোটরসাইকেল নিয়ে সখিপুর থেকে নিজ বাড়ি যাচ্ছিল। ঢাকা-সখিপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় মুরগি বহনকারী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অবস্থার আরো অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সে মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ