Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিলেটে মেয়র আরিফ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, অতঃপর বাসায়

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২০, ৩:৪৫ পিএম

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। নগরের নূর-জাহান হাসপাতালে সকাল পৌনে ১০টায় নেওয়ার পর ইসিজি ও ইকো সহ সম্পন্ন করা হয় অন্যান্য পরীক্ষা।
নিরবিচ্ছিন্ন বিশ্রামের পরামর্শ দিয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে বাসায় পাঠিয়েছেন চিকিৎসরা।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, শনিবার সকাল থেকে মেয়র মহোদয় জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরাসরি উপস্থিত থেকে তদারকি করতে আসেন। কিন্তু হঠাৎ বুকে ব্যাথা অনুভূত হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। র্দীঘ ৪ ঘন্টা পরীক্ষা নিরীক্ষা শেষে মেয়রকে নিরবিচ্ছিন্ন বিশ্রামের জন্য বাসায় প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র আরিফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ