Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভয়নগরে ট্রেন প্রাইভেটকার সংঘর্ষ

শিশুসহ নিহত ৪ : আহত ২

অভয়নগর (যশোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় খুলনাগামী ট্রেনের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচ বছরের শিশুসহ ৪জন নিহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যা ৫টায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহসীন রেজা জানান, ভৈরব নদের ওপার থেকে একটি প্রাইভেটকার ভৈরব ব্রিজ পার হয়ে যশোর-খুলনা মহাসড়কে ওঠার সময় ভাঙ্গাগেট এলাকার রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সামনে পড়লে মুহূর্তেই প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ২০০-৩০০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। এসময় প্রাইভেটকারে থাকা ৬জনের মধ্যে প্রাইভেট কারের চালকসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হন এবং পাঁচ বছরের একটি শিশু অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে অপর একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। মর্মান্তিক এ ঘটনায় গুরুতর আহত হন, অপর ২জন প্রাইভেটকারের যাত্রী। হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. ইসরাত শারমিন জানান, ট্রেন দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পথে পাঁচ বছরের একটি শিশু মারা গেছে। আহত অপর ৩ জনের (১জন পুরুষ, ১জন মহিলা ও ১জন শিশু) অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আশরাফুল নামের একটি ব্যক্তি মারা যান। খবর পেয়ে থানা ও রেলওয়ে পুলিশ এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর প্রায় একঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ