Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইউনুসের আরেকটি ডাবলস

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আগের দিন দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন আসাদ শফিক; আগের দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়া এই মিডল অর্ডার ব্যাটসম্যান পেছেন দারুণ এক শতক। ইংল্যান্ডের বিপক্ষে ভালো শুরু পেলেও নিজের ইনিংস বড় করতে পারছিলেন না ইউনুস খান। সিরিজের শেষ টেস্টে তিনিও পেলেন তিন অঙ্কের দেখা। যেটিকে গতকাল রূপ দিলেন ডাবলসে। ৬ষ্ঠ দ্বিশতকে ভর করে অল আউট হবার আগে ৫৪২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। ৩১টি চার ও ৪টি ছক্কায় মোড়ানো তার ২১৮ রানের ইসিংসের বদৌলতে প্রথম ইনিংসে ২১৪ রানের লিড নেয় সফরকারীরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ৭৪ রান। বেয়ারস্টো ব্যাট করছেন ১৪ রানে, ৪ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন ব্যালান্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউনুসের আরেকটি ডাবলস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ