Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ফ্রান্সে ৯টি শহরে নাইট কারফিউ

করোনার সেকেন্ড ওয়েভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

করোনার দ্বিতীয় হামলা রুখতে দেশজুড়ে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করল ফরাসি সরকার। সরকারিভাবে এই মেডিক্যাল এমার্জেন্সির কথা ঘোষণা করেছে তারা, জানিয়েছে, করোনা অতিমারী জনস্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক, দেশবাসীর জীবন বিপন্ন হয়ে উঠেছে এর ফলে। করোনা রুখতে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, রাজ্য ৯টি শহরে রাত নটা থেকে ভোর ছটা পর্যন্ত কারফিউ জারি থাকবে। স্থানীয় সময় শনিবার থেকে চালু হবে এই নাইট কারফিউ, চলবে অন্তত ৪ সপ্তাহ। এই ৬টি শহর হল, ফ্রান্সের রাজধানী প্যারিস, গ্রেনোবাইল, লিলি, লিয়ঁ, আইক্স-মার্শেইল, সেন্ট এটিনে, তুলুস, ইল-ডে-ফ্রান্স এবং মন্টপেলিয়ার। যদি কেউ এই কারফিউ ভঙ্গ করেন তবে তাঁকে ১৩৫ ইউরো জরিমানা দিতে হবে।বুধবার পর্যন্ত ফ্রান্সে নতুন করে ২২,৫০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ৬ দিনে তৃতীয়বার এ দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ২০,০০০ পেরিয়ে গেল। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭,৭৯,০০০ টপকেছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১০৪ জন, সব মিলিয়ে মৃতের সংখ্যা ৩৩,০৩৭। ফ্রান্স নবম দেশ, যেখানে করোনায় মৃত্যু ৩৩,০০০ ছাড়াল।
এ সপ্তাহের শুরুতে ফরাসি প্রধানমন্ত্রী জাঁ কাসটেক্স হুঁশিয়ারি দেন, দেশে হু হু করে ফিরে এসেছে করোনা, স্ট্রং সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, ঢিলেমি করার কোনও উপায় নেই। আগামী ২ সপ্তাহে দরকারে আরও কড়াকড়ি শুরু হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
সূত্র : এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেকেন্ড-ওয়েভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ