নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : রিও অলিম্পিকের গলফে প্রথম রাউন্ডে খারাপ করার পর দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের কৃতি গলফার সিদ্দিকুর রহমান। কিন্তু তৃতীয় রাউন্ডে এসে ব্যর্থ হলেন তিনি। এর আগে প্রথম রাউন্ডে যৌথভাবে ৫৪তম স্থানে থাকার পর দ্বিতীয় রাউন্ডে উন্নতি দেখিয়েছিলেন লাল-সবুজের এই গলফার। উঠে এসেছিলেন যৌথভাবে ৪৬তম স্থানে। কিন্তু তৃতীয় রাউন্ডের শুরু থেকেই উল্টো পথে যাত্রা করেন এশিয়ান ট্যুরে দুটি শিরোপা জয়ী সিদ্দিকুর। প্রথম রাউন্ডে ৭৫ স্ট্রোকে খেলার পর দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে (৭০ শট) ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশি গলফার। তবে তিনি তা পারেননি। গতকাল রিও’র অলিম্পিক গলফ কোর্সে সিদ্দিকুর বোগি দিয়েই তৃতীয় রাউন্ড শুরু করেন। ফ্রন্ট নাইনের বাকি হোলগুলোতে পার অনুযায়ী খেলার পর ব্যাক নাইনের প্রথম হোলেই (দশম হোল) আবারো বোগি করেন। শেষ পর্যন্ত পারের চেয়ে ৪ শট বেশি খেলে আপাতত ৫৪তম স্থানে থেকে তৃতীয় রাউন্ড শেষ করেন সিদ্দিকুর। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) অন্যদের খেলা চলছিলো। এদিন একটিও বার্ডি মারতে পারেননি তিনি। তবে চারটি বোগি করেছেন। হোলের শুরুতেই বোগি করে ৫ শটের হোল ৬ শটে গিয়ে শেষ করেন। এরপর ১০, ১২ এবং ১৭ নম্বর হোলে গিয়ে আবারো বোগি করেন। দ্বিতীয় রাউন্ডে কিছুটা উন্নতি করলেও তৃতীয় রাউন্ডে সম্পূর্ণ ব্যর্থ হন লাল-সবুজের কৃতি গলফার সিদ্দিকুর। তিন রাউন্ড শেষে পারের চেয়ে এখন ৭ শট বেশি খেলেছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।