বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। এসময়ের মধ্যে মৃত হয়েছে একজনের। বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন এমন আরও ৩৬ জন রোগী হয়েছেন সুস্থ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের প্রাপ্ত তথ্যানুয়ায়ী, বিভাগে নতুন শনাক্ত ৫১ জন রোগীর মধ্যে সিলেট ২৭ ও মৌলভীবাজার ৫ জন। এদিন বিভাগের হবিগঞ্জ ২ ও সুনামগঞ্জে ১ জন নতুন রোগী হয়েছেন শনাক্ত। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন আরও ১৬ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনার উপস্থিতি। একই সময়ে সুস্থ হওয়া ৩৬ জনের মধ্যে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ৩২ জন। এদিকে গত ২৪ ঘণ্টার সুনামগঞ্জ ও মৌলভীবাজারে করোনা আক্রান্ত কোনো রোগী সুস্থ না হলেও ৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন হবিগঞ্জে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা এখন ১৩ হাজার ১০৯ জন। এর মধ্যে সিলেট অর্ধেকেরও বেশি ৭ হাজার ২১২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৭২ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭৮ জন ও মৌলভীবাজারে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪৭ জন । বিভাগের ৪ জেলায় বর্তমানে ৫৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৩ জন করোনা আক্রান্ত রোগী। এছাড়া মৃত্যুবরণ করেছেন ২২৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।