Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইলেক্টরাল কলেজ ভোটে ভরাডুবির শঙ্কা ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

২০২০ সালের মার্কিন নির্বাচনের ইলেকটোরাল কলেজ ভোটে ভরাডুবি ঘচতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। এমনটাই পূর্বভাস দিয়েছে দ্য ইকোনোমিস্টের সাম্প্রতিক জরিপ। বুধবার প্রকাশিত তাদের এ জরিপটি যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক কারণগুলির সাথে অন্যান্য তথ্য বিশ্লেষণ করে পূর্বাভাস দিয়েছে যে, জো বাইডেন খুব সম্ভবত ব্যাপক ভোটের ব্যবধানে ট্রাম্পকে পরাজিত করতে যাচ্ছেন।

তাদের জরিপের বিশ্লেষণ আনুযায়ী, ইলেক্টরাল কলেজে বাইডেনের জয়ের সম্ভবনা ৯২ শতাংশ এবং ট্রাম্পের মাত্র ৮ শতাংশ। নির্বাচনে জয় লাভের জন্য যেখানে ২শ’ ৭০টি ভোট প্রয়োজন, সেখানে ট্রাম্পের পাওয়ার সম্ভাবনা ১শ’ ১৭ ভোট এবং বাইডেনের ২শ’ ২৭ ভোট। এছাড়া, অন্যান্য উল্লেখযোগ্য জরিপের মধ্যে ওয়াশিংটন পোস্টের জরিপে বাইডেন ৫৬ শতাংশ এবং ট্রাম্প ৪৪ শতাংশ, ইয়াহুর জরিপে বাইডেন ৫৪ শতাংশ, ট্রাম্প ৪৬ শতাংশ, ফক্স নিউজ অনুযায়ী বাইডেন ৫৫ শতাংশ, ট্রাম্প ৪৫ শতাংশ এবং রয়টার্সের জরিপে বাইডেন ৫৬ শতাংশ এবং ট্রাম্প ৪৪ শতাংশে এগিয়ে রয়েছেন। সূত্র : দ্য ইকোনোমিস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ