নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে কী জেতেননি রাফায়েল নাদাল? ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন- সব’কটি গ্র্যান্ড সø্যামই তাঁর শোকেসে আছে। সব মিলিয়ে ১৪টি গ্র্যান্ড সø্যাম। চারবার জিতেছেন ডেভিস কাপ। ২০০৮ বেইজিং অলিম্পিকে টেনিসের এককেও সোনার পদকটা গলায় তুলেছেন নাদাল। এবার এসে গেল দ্বৈতের সোনাও। দীর্ঘদিনের বন্ধু মার্ক লোপেজকে নিয়ে রিও অলিম্পিকে টেনিসের দ্বৈতের সোনা জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা।
রোমানিয়ার ফ্লোরিন মারজেয়া ও ওরিয়া তেকাউকে ৬-২, ৩-৬, ৪-৬ সেটে হারিয়ে দ্বৈতের সোনা জিতেছেন নাদাল ও লোপেজ। এই সোনার পদক জয়ে একটা কীর্তিও গড়েছেন নাদাল অলিম্পিকে একক ও দ্বৈত দুটিতেই সোনা জেতা। অলিম্পিকে টেনিসের ইতিহাসে যে কীর্তি আছে শুধু তিনজনের- যুক্তরাষ্ট্রের দুই উইলিয়ামস বোন সেরেনা ও ভেনাস এবং চিলির নিকোলাস মাসু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।