Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে হাজারও মানুষের চলাচল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ২:০৭ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন চলাচল করছেন হাজারও মানুষ। যে কোনো সময় ব্রিজটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ব্রিজটির মাঝখানে গর্ত থাকায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এছাড়াও ব্রিজের দুই পাশের রেলিংগুলো নড়বড়ে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ভয়াং -চান্দুখালি সড়কের মজিদবাড়িয়া ইউনিয়নের সুলতানাবাদ গ্রামের পায়রা নদীর শাখা পাচকরি খালের উপর দিয়ে প্রায় ৩৫ বছর আগে নির্মিত হয় এই ব্রিজ। এ ব্রিজ দিয়ে মজিদবাড়িয়া ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রাম, তারাবুনিয়া, সুলতানাবাদ করমজা বুনিয়া গ্রামের প্রায় হাজারও মানুষ যাতায়াত করেন। পুরোনো ব্রিজ হওয়ায় অনেক দিন থেকেই ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এর মধ্যে নতুন করে ব্রিজের মাঝখানে বড় আকারের একটি গর্ত সৃষ্টি হয়েছে। এতে ব্রিজটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যে কোনো সময় ব্রিজটি খালের মধ্যে ধসে পড়তে পারে।
সুলতানাবাদ গ্রামের যুবক ইমরান হোসেন বলেন, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এর মাঝখানে বড় আকারের গর্ত হয়েছে। এতে ঝুঁকি নিয়ে প্রতিদিন মানুষ ও যানবাহন চলাচল করছে।
অটোরিকশা চালক বাদল হাওলাদার বলেন, ব্রিজটি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে গাড়ি উঠলেই বুকটা থরপর করে কেঁপে ওঠে। এতে আমাদের মধ্যে ও ভীতির সৃষ্টি হয়।
মজিদবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার কিসলু মিয়া বলেন, আমি ব্রিজটি পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কারের আশ্বস্ত করেছেন। উপজেলা প্রকৌশলী শেখ আজিম-উর রশিদ বলেন, দরপত্র আহবান করা হয়েছে ঠিকাদার নিয়োগের পরে নতুন করে ব্রিজটির নির্মাণ কাজ শুরু করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ