রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা
আশাশুনি মরিচ্চাপ নদীর উপর নির্মীত বেইলী ব্রিজের মারাত্মক ঝুঁকিপুর্ণ জরাজীর্ণতার মধ্যেও অতিরিক্ত মালামাল নিয়ে ভারী যানবাহন নিয়মিত চলাচল করলেও দেখার কেউ নেই। ব্রিজটির বর্তমান অবস্থা খুবই নাজুক। স্টিলের পাত এমন একটিও পাওয়া দুষ্কর যা ভেঙে জরাজীর্ণ হয়ে পড়েনি। শত শত ফাটল, ভাঙা, বড়বড় খাদের সৃষ্টি হয়ে আছে ব্রিজের পাতগুলো। অধিকাংশ পাত নড়বড়ে ও একমাথা সংযোগ ছিন্ন হয়ে উঁচু হয়ে আছে। মাঝে মধ্যে পট্টি ও ঝালাই দিয়ে আটকানো এসব পাত বা পাতের অংশ বিশেষের উপর দিয়ে যানবাহন চালান বা পায়ে হেঁটে যাওয়াও ঝুঁকিপূর্ণ। প্রতিদিন একাধিক যানবাহন ফাটলে বা ভাঙার মধ্যে চাকা আটকে ঘন্টার পর ঘণ্টা পথ আটকে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টির পাশাপাশি যানবাহন চলাচল বন্দ হয়ে যাওয়ায় পথচারী বা যাত্রী সাধারণের ভোগান্তি চরম আকার ধারণ করে থাকে। ব্রিজের এহেন করুণ অবস্থার মধ্যে মালামাল বোঝাই কিংবা অতিরিক্ত মালামাল বোঝাই যানবাহন চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে। ফলে ব্রিজের অবস্থা আরও করুণ হয়ে পড়ছে এবং যানবাহনের চাকা আটকে কিংবা পাত ভেঙে পড়ার ঘটনা ঘটে আসছে। এহেন ব্রিজে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা এবং চলাচল বন্দে কার্যকর পদক্ষেপ নিতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।