Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

দক্ষিণাঞ্চলে ৪৮ ঘণ্টায় আরো ৪২ জন করোনা সংক্রমণের শিকার হলেও কোন মৃত্যু ছিলনা

নমুনা পরীক্ষার সংখ্যা উদ্বেগজনক হারে কম

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:৪৩ পিএম

দক্ষিণাঞ্চলে গত ৪৮ ঘণ্টায় আরো ৪২ জন করোনা সংক্রমণের শিকার হলেও এসময়ে কোন মৃত্যু সংবাদ ছিলনা। তবে নমুনা পরীক্ষার সংখ্যা দক্ষিণাঞ্চলে এখনো আশানুরূপ নয়। ফলে প্রকৃত করেনা সংক্রমণের সংখ্যা নির্ণয় সম্ভব হচ্ছেনা বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞগন। তবে মঙ্গলবার সকালের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৪২ জন সহ ৭ হাজার ৯৮২ জন সুস্থ্য হয়ে উঠেছেন, সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৬১ জন। দক্ষিণাঞ্চলে সুস্থতার হার ৯৩.২৪%। এ অঞ্চলেল ৬ জেরায় এপর্যন্তমারা গেছেন ১৭৪ জন। মৃত্যুহার ২.০৩%।
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ১১ অক্টোবর মাত্র ৩৩ জনের নমুনা পরিক্ষায় ৩ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। পরের দিন সংখ্যাটা ১৫২’তে উন্নীত হওয়ায় সনাক্তের সংখ্যা দাড়ায় ২০জনে। কিন্তু মঙ্গলবার সকালে নমুনা পরিক্ষা ১২২ জনে হ্রাস পেলেও ২২ জনের দেহে করেনা পজিটিভ সনাক্ত হয়। ভোলাতে নমুনা পরিক্ষার সংখ্যা আরো খারাপ। গত ১১ অক্টোবর সেখানে ৫ জনের নমুনা পরিক্ষায় একজনের, পরের দিন ১৭ জনে মধ্যে ১ জনের ও মঙ্গলবার ১৬ জনের নমুনা পরিক্ষায় দুজনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণাঞ্চলে নমুনা পরিক্ষার বিপরিত করোনা পজিটিভ সনাক্তের হার ছিল ১৭.২০%। যা গত ১১ সেপ্টেম্বর ছিল ১৮.৩১%।
গত ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আক্রান্তদের মধ্যে বরিশালের সংখ্যাটাই যথারিতি ওপরে রয়েছে। এসময়ে জেলাটিতে নতুৃনকরে ১৬ জন আক্রান্ত হয়েছে। যার মধ্যে মঙ্গলবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ১২ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলে করোনার হটস্পট বরিশালে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩,৬৩৩জনে। এরমধ্যে মৃত্যু হয়েছে ৭১ জনের।
এসময়ে পুটয়াখালীতেও নতুনকরে ১০ জন আক্রান্ত হয়েছেন। ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১,৪৫৫ জনে। মৃত্যু হয়েছে ৩৭ জনের। ভোলাতেও গত ৪৮ ঘন্টায় নতুন ৪ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৪৫ জনে। মৃতের সংখ্যা ১৫ দিন আগের ৬ জনই রয়েছে। পিরোজপুরে গত ৪৮ ঘন্টায় নতুন কেউ করোনা সংক্রমণের শিকার হননি। জেলাটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,০৯৪ জন। মারা গেছেন ২৪ জন। বরগুনাতেও গত ৪৮ ঘন্টায় নতুন কারো করোনা সংক্রমনের খবর ছিলনা। তবে জেলাটিতে এপর্যন্ত মোট ৯১৮ জন আক্রান্তের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠীতে গত ৪৮ ঘন্টায় দুজন সহ এপর্যন্ত সর্বমোট ৭১৬ জন আক্রান্তের মধ্যে ১৬ জনের মৃত্যু হলেও গত ১৫ দিনে কেউ মারা যাননি।
মঙ্গলবার সকালে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৬ জন এবং আইসোলেশনে আরো ১১জন ছাড়াও আইসিইউতে আরো দুজন চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ