Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে কামাল উদ্দিন একাদশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট শুরুর পূর্বে আবু তাহের (পুতু) একাদশের কোচ নাসির উদ্দিন দলপ্রসঙ্গে বলেছিলেন ‘যে দলটি পেয়েছি তাতে আমি খুশি। আমার প্রথম টার্গেট হচ্ছে ফাইনালে যাওয়া।’ কথার সাথে কাজের মিল গতকাল মাঠে তা প্রমাণ করেছে পুতু একাদশ। ফ্লাডলাইটে এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-১ গোলে এসএম কামাল উদ্দিন একাদশকে হারিয়ে ফাইনালে উঠেছে। এটি তাদের দ্বিতীয় জয়। দু’দলের মধ্যেকার এ ম্যাচটিতে খেলা শুরুর ২০ মিনিটে পুতু একাদশ এক গোলে পিছিয়ে পড়ে। রনি এ গোলটি করে এসএম কামাল উদ্দিন দলকে এগিয়ে নেয় (১-০)। এরপর এক গোলে পিছিয়ে পড়া পুতু একাদশের খেলোয়াড়রা মধ্যমাঠ নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ শানাতে থাকে। ৩১ মিনিটে সাহেদুল গোল করে খেলাটি সমতায় নিয়ে আসে (১-১)। দ্বিতীয়ার্ধে পুতু একাদশ খেলোয়াড় পরিবর্তন করলে তাদের আক্রমণের ধার বেড়ে যায় এবং জয়ের নেশায় মরিয়া হয়ে উঠে। ৫১ মিনিটে বদলি জুয়েল এবং ৮৬ মিনিটে মিজানুর গোল করে ব্যবধান বাড়ায়। এতে পুতু একাদশ ৩-১ গোলে জয়ী হয়ে ফাইনালে যাওয়ার আনন্দে মেতে উঠে। খেলা শেষে কোচ নাসির বলেন, ‘এখন আমার টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। ফাইনালে খেলোয়াড়রা সবাই সুস্থ ও স্বাভাবিক খেলা খেলতে পারে তাহলে আমার দল চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কামাল-উদ্দিন-একাদশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ