মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে কলেরায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে দেশটিতে এবারই প্রথম কলেরার প্রাদুর্ভাব দেখা গেল। গত শুক্রবার জাতিসংঘের শিশু তহবিল ও ত্রাণবিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, গত বুধবার কলেরার প্রাদুর্ভাব বিষয়ে সরকারি ঘোষণার পর কেবল ওবানগুই নদী এলাকায় ৬৬ জনের আক্রান্তের তথ্য রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সরকারি হিসাবে কলেরায় মৃতের সংখ্যা ছিল ১০। মধ্য আফ্রিকায় ইউনিসেফের প্রতিনিধি মোহাম্মদ মালিক ফল বলেন, শিশুরা, বিশেষ করে যাদের বয়স পাঁচ বছরের নিচে, এই প্রাণঘাতী রোগে তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। রাজধানী বাংগুই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ডিজোকোউ এলাকায় প্রথম কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে, এই এলাকার বাসিন্দাদের নিরাপদ পানি পানের সুযোগ নেই কিংবা থাকলেও খুবই সীমিত। তারা পানির প্রাথমিক উৎস হিসেবে ওবানগুই নদীর পানি ব্যবহার করে। নৌকায় যাতায়াত করা আক্রান্ত লোকজন থেকে জীবাণু ভাটিতে সংক্রমিত হয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, তারা স্থানীয়দের মাঝে ওষুধ, নিরাপদ পানি ও যন্ত্রপাতি বিতরণ করছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।