Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত মুম্বাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ১০টার পর থেকে শুরু হওয়া নজিরবিহীন এ পরিস্থিতিতে নগরীর ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বিদ্যুৎ না থাকায় বহুমুখী সমস্যায় পড়ে হতবাক হয়েছেন মুম্বাইয়ের লাখ লাখ বাসিন্দা। বহুদিন মুম্বাইবাসী এমন বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েনি। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি ট্রেনস‚চী বাতিল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। পরে নগরীর বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষ বৃহন্নামুম্বাই ইলেকট্রিক সাপ্লাই এন্ড ট্রান্সপোর্ট (বেস্ট) এক টুইটে জানিয়েছে, টাটার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে বিদ্যুতের এই বিপর্যয় দেখা দিয়েছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মুম্বাই, ঠানে, নবি মুম্বাইসহ বেশ কয়েকটি এলাকা কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন রয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে নগরীর ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় কয়েকটি স্টেশনসহ বিভিন্ন জায়গায় বহু যাত্রী আটকা পড়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপর্যস্ত-মুম্বাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ