Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তপ্ত নামিবিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে নামিবিয়ার মানুষ। বিক্ষোভে হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বিবিসি জানায়, আফ্রিকায় সর্বাধিক ধর্ষণের ঘটনা নথিভুক্ত হওয়া দেশটির মধ্যে একটি নামিবিয়া। শুধু রাজধানী উইন্ডহোলেই প্রতি মাসে দুশর অধিক নারী সহিংসতার অভিযোগ পাওয়া যায়। এমন পরিস্থিতিতে সম্প্রতি রাজধানী শহরে রাস্তায় নেমে আসে বিপুলসংখ্যক মানুষ। প্রধানতম একটি শপিং মলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কয়েক শত নারী, যাদের অধিকাংশই তরুণী বলে জানা গেছে। বিক্ষোভে পুলিশ বাধা দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিক্ষোভের ডাক দেয়া হয়। নারী সহিংসতা রোধে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রেসিডেন্ট হাগ গেইঙগোবের কাছে দাবি জানায় বিক্ষোভকারীরা। বিক্ষোভ থেকে কয়েক ডজন ব্যক্তিকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, আটককৃতরা পুলিশি নিপীড়নের শিকার হয়েছেন। এদিকে দেশটির ফার্স্ট লেডি মনিকা কালোন্দো বিক্ষোভে সমর্থন জানিয়েছেন। উইন্ডহোল ছাড়াও অন্য শহরগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য নামিবিয়ান টুইট বার্তায় বিক্ষোভের ভিডিও প্রকাশ করেছে। বিবিসি, আফ্রিকা নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তপ্ত-নামিবিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ