Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইহুদি কংগ্রেস প্রধানের সঙ্গে আব্বাসের বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

ওয়ার্ল্ড জিউইস কংগ্রেস প্রেসিডেন্ট রোনাল্ড লডার সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পশ্চিম তীরে এই বৈঠক অনুষ্ঠিত হয় সম্প্রতি। ফিলিস্তিনের বেসামরিক মন্ত্রী হুসেইন আল-শেখ এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন। আল-আরাবিয়া নিউজের বরাতে জানা যায়, বৈঠকে দুই নেতা কি বিষয়ে আলোচনা করেছেন সে সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি আল-শেখ। ধারণা করা হচ্ছে, ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসেবেই দুই নেতা বৈঠকে বসেছেন। ওয়ার্ল্ড জিউইস কংগ্রেস (ইহুদি কংগ্রেস) প্রেসিডেন্ট রোনাল্ড লডার একজন মার্কিন ব্যবসায়ী। গত ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে ইসরাইল ও আমিরাতের শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। ইহুদি সম্প্রদায়ে তার বেশ প্রভাব রয়েছে। প্রেসিডেন্ট রোনাল্ড লডার ১৬ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে বলেন, আমার ধারণা গালফ অঞ্চলের রাষ্ট্রের সঙ্গে ইসরাইলের চুক্তি হওয়ায় পশ্চিম তীরে শান্তি আলোচনার নতুন দ্বার খুলেছে। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের শান্তি আলোচনার বড় একটি সুযোগ উঁকি দিচ্ছে। এদিকে বৈঠক প্রসঙ্গে ফিলিস্তিন সরকারের এক কর্মকর্তা বলেন, বৈঠকে কি আলোচনা হয়েছে সে সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে এইটুকু বলতে পারি হোয়াইট হাউজ থেকে লডার কোনো বার্তা নিয়ে এখানে আসেননি। আরেক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন প্রেসিডেন্ট জাতিসংঘে যেসব প্রস্তাব ও আহবান জানিয়েছেন তা লডারের কাছে তুলে ধরেছেন। আল-আরাবিয়া নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আব্বাসের-বৈঠক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ