Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

জিকা ভাইরাস পুয়ের্তো রিকোতে জরুরি অবস্থা

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ জিকা প্রাদুর্ভাবের কারণে পুয়ের্তো রিকোতে জনস্বাস্থ্যের ওপর জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটিতে বর্তমানে ১০ হাজারের বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। জিকা একটি মশাবাহিত রোগ। গর্ভবর্তী নারীরা এই রোগে আক্রান্ত হলে নবজাতক শিশুরা ত্রুটিপূর্ণ মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে। দ্বীপটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত সাত মাসে রোগটিতে আক্রান্ত ১০ হাজার ৬৯০ জনের মধ্যে মোট এক হাজার ৩৫ জন গর্ভবতী নারী। শুধুমাত্র গত সপ্তাহেই এক হাজার ৯শ’ জনের বেশি লোক রোগটিতে আক্রান্ত হয়েছে। মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা সচিব সিলভিয়া বুরওয়েল বলেন, কমনওয়েলথ রাষ্ট্র পুয়ের্তো রিকোতে জিকা ভাইরাসে আক্রান্ত অন্তঃস্বত্ত্বা নারী ও নবজাতক শিশু সংশ্লিষ্ট জনস্বাস্থ্যের ওপর জরুরি অবস্থা জারি করা হয়েছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিকা ভাইরাস পুয়ের্তো রিকোতে জরুরি অবস্থা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ