Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার নতুন চিফ অফ স্টাফ এন্টন ভাইনো ইভানভ বরখাস্ত

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার চিফ অফ স্টাফ সের্গেই ইভানভকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। নতুন চিফ অফ স্টাফের দায়িত্ব পেয়েছেন ইভানভের ডেপুটি এন্টন ভাইনো। দীর্ঘদিন ধরে পুতিনের ঘনিষ্ঠজনদের অন্যতম ৬৩ বছর বয়সী ইভানভকে এখন পরিবেশ ও পরিবহনবিষয়ক বিশেষ প্রতিনিধি করা হয়েছে। ২০১১ সালের ডিসেম্বরে চিফ অফ স্টাফের দায়িত্ব গ্রহণ করেছিলেন ইভানভ। গত শুক্রবার রাশিয়ার একটি টেলিভিশনে পুতিন বলেন, ইভানভকে (চিফ অফ স্টাফের পদ) ত্যাগ করতে বলা হয়েছে। তার স্থলে ভাইনোকে নিয়োগ দেয়া উচিত। ওইদিন ক্রেমলিনের পক্ষ থেকে প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট প্রশাসনের প্রধানের দায়িত্ব থেকে ইভানভকে অব্যাহতি দেয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। তবে কি কারণে তাকে অব্যাহতি দেয়া হয়েছে সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। ক্রেমলিনের ওয়েবসাইটে পুতিনকে উদ্দেশ করে ইভানভ বলেন, এটা সত্যিই যে, ২০১২ সালের শুরুতে এক আলাপে আমি আপনাকে বলেছিলাম; চিফ অফ স্টাফের মতো খুবই জটিল পদে চার বছরের জন্য আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। ঠিক আছে, আমি চার বছর আট মাস প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেছি। নতুন চিফ অফ স্টাফ হিসেবে এন্টন ভাইনোর নাম ঘোষণা করা হয়েছে। ২০১২ সাল থেকে তিনি ইভানভের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়ার নতুন চিফ অফ স্টাফ এন্টন ভাইনো ইভানভ বরখাস্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ