Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলেপ্পোয় অস্ত্রবিরতির মধ্যেই সরকারি বাহিনীর হামলা

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সিরিয়ার মানবিজ শহর আইএস-মুক্ত, যোদ্ধাদের ইউরোপ যাওয়ার রুট বিচ্ছিন্ন করে দেয়ার দাবি আরব-কুর্দি যৌথবাহিনীর
ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল দেশ সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর দখলে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। এমনকি শহরটিতে অবরুদ্ধ বেসামরিক লোকের ত্রাণ সহায়তার জন্য রাশিয়ার ঘোষিত দৈনিক তিন ঘণ্টার যুদ্ধবিরতির সময়েও সরকারি বাহিনীর হামলা অব্যাহত থাকে। এদিকে তুরস্ক সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দমনে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছে রাশিয়াকে। আর আইএস দমনে তুরস্ক-রাশিয়ার এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা বিবিসি’র অপর এক খবরে বলা হয়, ইসলামিক স্টেট বাহিনীর ইউরোপ প্রবেশের পথ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে দাবি করেছে কুর্দি ও আরব যৌথবাহিনী। তারা দাবি করে বলেছে, উত্তর সিরিয়ার মানবিজ শহরকে আইএসের হাত থেকে মুক্ত করা হয়েছে। যৌথ বাহিনী জানায়, ৭৩ দিন যুদ্ধ চালিয়ে এ শহরটি তারা দখল এবং দুই হাজার জিম্মি নাগরিককে মুক্ত করেছে। আইএস তুরস্ক সীমান্তবর্তী এই মানবিজ শহরটি দুই বছর আগে দখল করে নিয়েছিল। সিরিয়ার আলেপ্পো ও আইএসের রাজধানী রাক্কা যেতে এই শহরকে ব্যবহার করতে হয়। এ বিষয়ে সিরিয়ার কুর্দি নেতা সালিহ মুসলিম সাংবাদিকদের বলেন, মানবিজ দখলের পর আইএস আর মুক্তভাবে বিচরণ করতে পারবে না এবং তারা আর ইউরোপেও পাড়ি জমাতে সক্ষম হবে না। দ্য সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) কুর্দিশ ওয়াইপিজি মিলিশিয়া নিয়ে গঠিত। মার্কিন বিমান হামলার পর ফের তারা আইএসের স্থান দখল করে নিলো। ইউরোপিয়ান ইউনিয়নের বিদেশবিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি এক বিবৃতিতে বলেন, আইএস সিরিয়া, ইরাক এবং এই অঞ্চলের জন্য হুমকি হিসেবে ছিল। শুধু তাই নয়, তারা ইউরোপেও পাড়ি জমাতো। ২০১২ সালের গ্রীষ্মকাল থেকেই সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পো সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে বিভক্ত হয়ে আছে। গত জুলাই মাসের ১৭ তারিখ থেকে আলেপ্পো অবরুদ্ধ করে রাখে আসাদ সরকার, লেবানের সশস্ত্র দল হিজবুল্লাহ ও রাশিয়ার যৌথবাহিনী। আর গত ২৮ জুলাই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রসদ পৌঁছানোর সর্বশেষ পথটিও বিচ্ছিন্ন করে দেয় তারা। রসদ পৌঁছানোর আর কোনো আশা না থাকায় অনেকটা মরিয়া ভাব দেখা দেয় আলেপ্পোর একাংশের নিয়ন্ত্রণ করা বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে। আল-জাজিরা, রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলেপ্পোয় অস্ত্রবিরতির মধ্যেই সরকারি বাহিনীর হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ