প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বি টাউনে বর্তমান প্রজন্মের যে'কজন নায়িকা আছেন তাদের মধ্যে অন্যতম হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে 'ধড়ক' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তিনি। তারপর একের পর এক সিনেমা উপহার দিয়ে গিয়েছেন অনুরাগীদের। সিনেপ্রেমীরাও তার অভিনয় দক্ষতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল।
তবে শুধু অভিনয়ই নয়, এর পাশাপাশি অন্যান্য শখও রয়েছে জাহ্নবীর। সেসবেরর মধ্যে অন্যতম হলো নাচ। ওয়েস্টার্ন ভঙ্গিতে নাচের দক্ষতা নিয়ে তো সন্দেহের কোনও অবকাশই নেই। কিন্তু এছাড়াও শাস্ত্রীয় নৃত্যেও যথেষ্ট পটু তিনি। ছোট থেকেই নাচের প্রশিক্ষণ নিয়েছেন এই চিত্রতারকা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে হিন্দি গানের তালে বেলি ডান্স করতে দেখা গিয়েছে জাহ্নবীকে। একটি গোলাপি ক্রপ টপ ও সাদা হট প্যান্ট পরনে ফ্লোরে নাচ প্র্যাকটিস করছেন নায়িকা। এসময় তার নাচের ভিডিওটি শুট করেছেন সঞ্জনা মুথরেজা এবং নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল শেয়ার করেছেন।
যদিও ভাইরাল হওয়া ভিডিওটি দু'মাস আগের। কিন্তু ভাইরাল হতেই ফের আলোচনায় উঠে এসেছেন জাহ্নবী। এরইমধ্যে ৫০ হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। আর শ্রীকন্যার নাচের সাবলীলতা দেখে তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। আবার কেউ কেউ তার সমালোচনা করতেও ভোলেননি।
প্রসঙ্গত, জাহ্নবী কাপুর অভিনীত সবশেষ সিনেমা ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। এতে তাকে দেশটির প্রথম নারী বৈমানিক এর চরিত্রে দেখা গেছে। খুব শিগগিরই তাকে করণ জোহরের 'তখত'-এ দেখা যাবে তাকে।
জাহ্নবীর নাচের ভিডিওটি দেখুন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।